চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারে বেশ আগ্রহ দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকবার নিজেকে শান্তি নোবেল পাওয়ার যোগ্য দাবিও করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত চলতি বছরে শান্তিতে নোবেল পান ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থি নেতা মারিয়া কোরিনা মাচাদো।

আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। যেখানে প্রথমবার ‘পিস প্রাইজ’ দেওয়া হবে বলে ঘোষণা করেছে ফিফা। বুধবার (৫ নভেম্বর) সংস্থাটির সকার গভর্নিং বডি জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় ব্যতিক্রমী কাজের স্বীকৃতির মর্যাদা দেওয়া হবে।
তবে সাম্প্রতিক আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প–ই সেই পুরস্কার পাবেন কি না সেটি খোলাসা করেননি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে গুঞ্জন রয়েছে ট্রাম্পের হাতেই উঠতে যাচ্ছে ‘ফিফা পিস প্রাইজ’ বা ফিফা শান্তি পুরস্কার।
মায়ামির আমেরিকা বিজনেস ফোরামের এক সভায় ‘পিস প্রাইজ’ প্রসঙ্গে রহস্য রেখে দিয়ে ইনফান্তিনো বলেন, ‘৫ ডিসেম্বর দেখা যাবে কী ঘটে!’
এর আগে ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বজুড়ে অমীমাংসিত বিষয় ও বিভেদ নিরসনে কঠোর পরিশ্রম করে বিরোধ নিষ্পত্তি ও মানুষের মাঝে শান্তি ফেরাতে কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি গুরুত্বপূর্ণ।’ ফিফা জানিয়েছে, পুরস্কারটি এ বছর ইনফান্তিনো প্রদান করবেন। তারপর প্রতিবছর ‘বিশ্বজুড়ে ভক্তদের পক্ষ থেকে’ দেওয়া হবে।
র্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, জরিমানা ৪ লাখ টাকা
ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা ইনফান্তিনো অনুষ্ঠানে সবার সামনেই স্বীকার করেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চমৎকার সম্পর্ক, আমি সত্যিই ভাগ্যবান, তাকে আমি সত্যিই কাছের বন্ধু বলে মনে করি। বিশ্বকাপের জন্য আমাদের সব কাজেই তিনি খুব সাহায্য করেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



