আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ও দেশটির বৈদেশিক মিত্ররা একটি সম্ভাব্য শান্তি সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানাতে পারে। ওই সম্মেলনে কিয়েভের শর্তে ইউক্রেনে রাশিয়ার দুই বছরের আক্রমণ বন্ধের বিষয়ে আলোচনা হবে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) এক সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা এ আভাস দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ভলোদিমির জেলেনস্কি প্রস্তাবিত শান্তি আলোচনার ওপর একটি সম্মেলন আয়োজন করতে পারে সুইজারল্যান্ড। সেখানে হয়ত রাশিয়াকে আমন্ত্রণ জানানো হতে পারে।
টেলিভিশনে প্রচারিত এক সম্মেলনে ইয়ারমাক বলেছেন, সেখানে হয়ত এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যাতে করে আমরা রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে পারি। ওই সময় আক্রমণকারী দেশকে যারাই প্রতিনিধিত্ব করুক তারা যদি সত্যিকার অর্থে যুদ্ধের অবসান ও শান্তি ফিরিয়ে আনতে আগ্রহী হয় তাহলে তাদের কাছে আমাদের পরিকল্পনা তুলে ধরা হবে।
২০২২ সালের নভেম্বরে জি-২০ দেশগুলোর সম্মেলনে নিজের শান্তি পরিকল্পনা হাজির করেছিলেন জেলেনস্কি। এতে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও ইউক্রেন থেকে রুশ সেনাদের পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে।
কিয়েভ বলে আসছে, রুশ সেনারা ইউক্রেনীয় ভূখণ্ড ছাড়ার আগ পর্যন্ত মস্কোর কোনও আলোচনায় বসবে না তারা।
ক্রেমলিন বলেছে, বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার কোনও ভিত্তি নেই। কিয়েভের শান্তি পরিকল্পনা অবাস্তব, কারণ এতে রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।