জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় শাশুড়ির দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গ্রেফতারকৃত জামাই ইকবাল হোসেন মান্নাকে জেল-হাজতে প্রেরণ করেন হাতীবান্ধা থানা পুলিশ।
এর আগে শনিবার রাতে নীলফামারী জেলার জলঢাকা থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকা থেকে জামাই ইকবাল হোসেন মান্নাকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকার মানিক মিয়ার পুত্র ইকবাল হোসেন মান্নানের (৩০) সঙ্গে পার্শ্ববর্তী সির্ন্দুনা ইউনিয়নের এক মেয়ের প্রথমে প্রেম পরে বিয়ে হয়। বেশ কিছু দিন ঘর সংসার করার পর তাদের মধ্যে দাম্পত্যকলহ শুরু হয়। ৩ মাস ধরে ওই মেয়ে তার বাবার বাড়িতে অবস্থান করেন। এই সুযোগে ইকবাল হোসেন মান্না তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় তোলা অন্তরঙ্গ ছবি বিভিন্নজনের ফেসবুক ম্যাসেঞ্জারে দেয়।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই মেয়ের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় তার মেয়ে জামাই ইকবাল হোসেন মান্নানের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাশ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকা থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকা থেকে ইকবাল হোসেন মান্নাকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।
গ্রেফতারকৃত ইকবাল হোসেন মান্নাকে রোববার জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।