স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের মতো একই অপরাধে অপরাধী ইয়াসির শাহও। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের আগে গোলমাল পাকান হাফিজ। এবার সেই একই কাণ্ড ঘটালেন ইয়াসির শাহ।
নিউজিল্যান্ড সফরের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অধীনে করোনা টেস্টের রিপোর্টে হাফিজকে পজিটিভ দেখানো হয়। শরীরে করোনার কোনো উপসর্গ না থাকা সত্ত্বেও পিসিবির এমন রিপোর্টে পরিবারের সদস্যদের কথা চিন্তা করেই ব্যক্তিগত উদ্যোগে হাফিজ করোনা টেস্ট করান, তার সেই টেস্টের ফল নেগেটিভ আসে।
বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরায় ক্ষেপে যায় পিসিবি। এ নিয়ে হাফিজ-পিসিবির মধ্যে কম নাটক হয়নি। এক প্রকার বাধ্য হয়েই হাফিজকে ফের করোনা টেস্ট করিয়ে ফল নেগেটিভ দেখিয়ে সফরে পাঠায় পিসিবি।
হাফিজের মতো দলের তারকা লেগ স্পিনার ইয়াসির শাহর সঙ্গেও একই ঘটনা ঘটাল পিসিবি। চোট কাটিয়ে মাঠে ফেরা ইয়াসির শাহকে ইনজুরি দেখিয়ে আসন্ন জিম্বাবুয়ের সফরের দল থেকে বাদ দেয়া হয়।
স্বাধীনচেতা ইয়াসির শাহ পিসিবির এমন মিথ্যাচারে অবাকই হয়েছেন। ৩৪ বছর বয়সী এই তারকা লেগ স্পিনার জানিয়েছেন, তার হাঁটুর কিছু সমস্যা ছিল কিন্তু এখন সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন। আশা করছেন কয়েক দিনের মধ্যেই নেট প্র্যাকটিসে ছন্দ ফিরে পাবেন।
অথচ পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেছেন, ইয়াসির শাহর ফিটনেসের পাশাপাশি তার বোলিং অ্যাকশনেও কিছু সমস্যা আছে। আমরা চাই সে উভয় ইস্যুতে কাজ করে পুরোপুরি সেরে উঠুক।
জিও স্পোর্টস সূত্রে জানা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়ে ফিটনেস নিয়ে বিতর্কে জড়ানোয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন ইয়াসির শাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।