স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতল লাহোর কালান্দার্স। রবিবার রাতে পিএসএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের সপ্তম আসরের ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সকে ৪২ রানে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মেতেছে লাহোর।
এবারের আসরে লাহোর কালান্দার্সের অধিনায়ক ছিলেন বাঁ-হাতি পেসার ২১ বছর বয়সী শাহীন শাহ আফ্রিদি। ২১ বছর বয়সে, সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগে দলকে শিরোপা এনে দিয়ে রেকর্ড বইয়ে সবার উপরে নাম লেখালেন তিনি। এতে ভেঙ্গে গেল অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ভারতের রোহিত শর্মার রেকর্ড।
২২ বছর বছর বয়সে ২০১২ সালে বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সারকে চ্যাম্পিয়ন করেছিলেন স্মিথ। আর ২০১৩ সালে ২৬ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএলে চ্যাম্পিয়ন করেছিলেন রোাহিত।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে লাহোর। ৪৬ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। জবাবে ১৩৮ রানে গুটিয়ে যায় মুলতান। ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন আফ্রিদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।