জুমবাংলা ডেস্ক : ইউক্রেনের অলভিয়া বন্দরে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের মেজো ভাই তরিকুল ইসলাম চাকরিতে যোগদান করছেন। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনে (বিএসসি) যোগদান করেন।
তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে খুলনা বাংলাদেশ শিপিং কর্পোরেশনে উপমহাব্যবস্থাপকের কাছে অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর পদে যোগদান করেছি। ‘ তরিকুল পটুয়াখালী সরকারি কলেজ থেকে রসায়ন বিষয়ে মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র।
বাবা অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মো. আব্দুর রাজ্জাক হাওলাদার , ‘আমার মেজো ছেলেকে বাংলাদেশ শিপিং করপোরেশনে থেকে চাকরি দিয়েছে। এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ‘
পরিবার সূত্রে জানা গেছে, নিহত হাদিসুর রহমানের পরিবারকে ইতোমধ্যে পাঁচ লাখ মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়া বিষয়টি নিশ্চিত করছেন। এ বিষয় নিহত হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স জানান, বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে পাঁচ লাখ মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) দেওয়া বিষয়টি চূড়ান্ত পর্যায়ে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অলভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। সেখানে নোঙর করা অবস্থায় গত ২ মার্চ জাহাজটি রকেট হামলার শিকার হয়। ওই হামলায় প্রাণ হারান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান আরিফ।
৪টি বিলাসবহুল গাড়ি-বাড়ি, পরিবারের জন্য কত টাকার সম্পত্তি রেখে গেলেন কেকে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।