নরসিংদী প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গরু চুরি রোধে নরসিংদীর শিবপুরে পশু খামারিদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা করেছে জেলা পুলিশ।
সোমবার (২৩ মে) বিকেলে শিবপুর মডেল থানা প্রাঙ্গণে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্য ও পশু খামারিদের সামনে বিভিন্ন সতর্ক ও সচেতনতামূলক বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
গরু চুরি রোধে খামারে সিসি টিভি ক্যামেরা স্থাপন, পাহারাদার নিযুক্ত করা এবং খামারিদের নিরাপত্তার জন্য বিট পুলিশ, কন্ট্রোল রুম, অথবা ৯৯৯ যেকোনো মুহূর্তে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ঈদকে ঘিরে চুরি বন্ধে নানা পদক্ষেপের পাশাপাশি পুলিশি তৎপরতা বৃদ্ধি করার কথা জনানো হয়।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন খামারি বলেন, খামার থেকে অভিনব কায়দায় চোরেরা গরু চুরি করে নিয়ে রায়। সেজন্য তারা পুলিশের কাছে খামার এলাকায় পুলিশের টহল আরও জোরদার করা এবং রাতে গরু-মহিষ বোঝাই ট্রাক, পিকআপ ভ্যানে ক্রেতা-বিক্রেতা নিশ্চিত করার লক্ষ্যে তল্লাশি করার আবেদন জানান।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে সচেতনতামূলক সভায় সহকারী পুলিশ সুপার শিবপুর সার্কেল মেছবাহ উদ্দিন আহাম্মেদ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ইউপি সদস্য, সাংবাদিক, খামার মালিকরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।