শেখ মানিক : মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নরসিংদীর শিবপুর উপজেলায় ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৮৪ শতাংশ সরকারি খাস জমিতে গৃৃহ নির্মাণের কাজ চলছে। এতে ৪২ টি পরিবার পাবে মাথা গোজার ঠাঁই। অধীর আগ্রহে উপকারভোগীরা সময় পার করছেন কখন তাদের স্বপ্নের গৃহে উঠবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে প্রদত্ত খাস জমিতে গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য গৃহ নির্মাণের কাজ করছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাবো গ্রামে ৩০টি ও দুলালপুর ইউনিয়নের দুলালপুর চিনাদী ও আলীনগর গ্রামে ১২টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক।
নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি জানান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক দিক নির্দেশনায় আমি নির্মাণ কাজ তদারকি করছি। আগামী এক সাপ্তাহে কাজ সম্পূর্ণ করে মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ঘর হস্তান্তর করা হবে। প্রতিটি ঘর একটি করে পরিবারকে প্রদান করা হবে। ঘরের সাথে সাথে প্রতি পরিবারকে দেয়া হবে ২ শতাংশ করে জমি।সবগুলো ঘর সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব ঘরে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধা-পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



