স্বাস্থ্য ডেস্ক : মিষ্টি জাতীয় খাবার শিশুদের পছন্দের তালিকার শীর্ষে। অথচ এই খাবারগুলো শিশুর দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর। যার ফলে ছোট ক্যাভিটি থেকে হতে পারে ভয়াবহ ইনফেকশন। তবে শিশুদের খাবার খেতে বাধা না দিয়ে সঠিকভাবে দাঁত পরিস্কার করার পরামর্শ চিকিৎসকদের।
রাবাবের মতো বেশিরভাগ শিশুরই চকলেট যতটা পছন্দ ততটাই অনীহা দাঁত ব্রাশে। মিষ্টি জাতীয় খাবার থেকে দাঁতে জন্মায় কিছু ব্যাকটেরিয়া। যা দাঁতের এনামেল নষ্ট করে দেয়। ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া স্তর থেকে তৈরি হয় গর্ত।
দাঁতের মধ্যে এই গর্ত হলে ব্যথার পাশাপাশি শিরশির অনুভূতি তৈরি হয়। তেমন ব্যথা না হওয়ায় শিশুরা প্রথমে তা বুঝতে পারে না। ধরা পড়ে অবস্থা জটিল হওয়ার পর।
চিকিৎসকের পরামর্শ, শিশুদের দাঁতে সামান্য গর্ত দেখা দিলে দেরি না করে ডেন্টিস্টের আছে যাওয়া উচিত। চকলেট আর মিষ্টি জাতীয় খাবার থেকে বিরত রাখা যাবে না শিশুকে। তাই এসব খাওয়ার পর দাঁতের যত্ম নেয়ার পরামর্শ চিকিৎসকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।