জুমবাংলা ডেস্ক: সাশ্রয়ী মূল্যে ঘরের তৈরি খাবার উপভোগের সুবিধা দিতে ‘হোমমেইড বাজেট মিলস’ নামে বিশেষ একটি ক্যাম্পেইন চালু করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
এ ক্যাম্পেইনের আওতায় সর্বনিম্ন ১৪৯ টাকা থেকে হোমশেফদের তৈরি সুস্বাদু ঘরের খাবার কিনতে পাওয়া যাচ্ছে।
সাশ্রয়ী মূল্যে হোমশেফদের তৈরি ঘরোয়া খাবারের এ ক্যাম্পেইনটি সারাদেশে চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হয়ে নভেম্বরের ১৮ তারিখ পর্যন্ত চলবে।
ফুডপ্যান্ডা অ্যাপের ফুড ডেলিভারি ক্যাটাগরিতে ‘হোমমেইড বাজেট মিলস’ সেকশনে বিভিন্ন হোমশেফের মেন্যু দেখে পছন্দ অনুযায়ী ঘরে বানানো সুস্বাদু খাবার অর্ডার করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও ২৪৯ টাকার বেশি মূল্যের খাবার অর্ডারে গ্রাহকরা “HOMEFOOD65” কোডটি ব্যবহার করে বাড়তি ৬৫ টাকা ছাড় উপভোগ করতে পারবেন।
এই ক্যাম্পেইনের ফলে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে নিরাপদ, টাটকা এবং স্বাস্থ্যকর খাবার অর্ডারের সুযোগ পাচ্ছেন। একইসাথে ঘরে বানানো বিভিন্ন সুস্বাদু খাবার প্রতিযোগিতামূলক বাজারে বিক্রি করে স্বীকৃতি লাভের সুযোগের পাশাপাশি অগণিত হোমশেফের ভালো আয় করার সম্ভাবনা তৈরি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।