স্পোর্টস ডেস্ক: চলতি বছরের নির্ধারিত সময়েই গড়াবে টোকিও অলিম্পিকস। আবারও তা মনে করিয়ে দিলেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সমন্বয় প্রধান জন কোয়েটস।
তিনি জানান, করোনা মহামারিতে পুরো বিশ্বে শান্তির এক বার্তা দিয়ে যাবে এই অলিম্পিকস। এছাড়া জাপান কোন রকম সমস্যা ছাড়াই সফলভাবে অলিম্পিকস আয়োজন করবে বলে জানান নির্বাহী পরিচালক ক্রিস্টোফি ডুবি।
শুরু হয়ে গেছে টোকিও অলিম্পিকসের ১০০ দিনের কাউন্টডাউন। গেল বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, করোনা মহামারির কারণে তা পরবর্তীতে পেছানো হয় এক বছর।
নতুন সূচি অনুযায়ী, চলতি বছরের ২৩ জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিকসের। বাকি আছে আর ১০০ দিন। কাউন্টডাউনও শুরু হয়ে গেছে।
এদিকে জাপানি নাগরিকদের মনে এখনও সংশয় কাটেনি অলিম্পিকস নিয়ে। বেশিরভাগ জাপানি চান না এ বছর হোক টোকিও অলিম্পিকস। তবে তা নিয়ে কোন ধোঁয়াশা রাখেনি আইওসি। আবারও সংস্থাটি নিশ্চিত করেছে নির্ধারিত সময়েই গড়াবে অলিম্পিকস।
এদিকে গেমসের এই পরিচালক প্রত্যাশা করেন, সব কিছু ছাপিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে একটি সফল অলিম্পিকস আয়োজন করবে জাপান।
এই আয়োজনের নির্বাহী পরিচালক ক্রিস্টোফি ডুবি বলেন, পুরো বিশ্বের অ্যাথলিট এই টোকিও অলিম্পিকের জন্য অপেক্ষা করে আছে। সবাই মুখিয়ে আছে জাপানে এসে টোকিও অলিম্পিকে অংশ নিতে, ভালোভাবে পারফরম্যান্স করতে। নিশ্চয়ই একটা ভালো অলিম্পিকস আয়োজন করতে যাচ্ছে জাপান। আমরা সবাই সেই প্রত্যাশাই করি।
প্রসঙ্গত, ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে গ্রীষ্মকালীন টোকিও অলিম্পিকস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।