শীতের এই আবহাওয়া শুষ্কতা ত্বককেও রুক্ষ করে দেয়। আর রুক্ষ ত্বকে র্যাশ, একজিমা, ব্রণ সহ নানান সমস্যা দেখা দেয়। অন্যদিকে বেশিরভাগ ক্ষেত্রেই সবাই মনে করেন যে, গরমের দিনেই শুধু ঘাম থেকে ব্রণ বেশি হয়। এই ধারণাটি একদমই ভুল। শুধু ঘাম, ধুলাবালি আর তৈলাক্ততার কারণেই ব্রণ হয় না। ত্বক শুষ্ক থাকলে ত্বকে ময়েশ্চারের অভাব হয় এবং ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যায়। আর এর থেকেই ত্বকে ব্রণ হওয়া শুরু হয়।
শুষ্ক বাতাস অ্যান্টি অ্যাকনে প্রোডাক্টগুলোর কার্যকারিতা কমায়। বেনজয়েল পারঅক্সাইড, গ্লাইকলিক বা স্যালিসিলিক এসিড এবং রেটিনয়েড এই সবই ত্বককে শুষ্ক করে দেয়। বিশেষ করে শীতকালে এই প্রোডাক্টগুলো প্রতিদিন ব্যবহার না করে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলেই ভালো। ব্রণের সমাধানে এই টিপসগুলো মেনে চলতে পারেন-
হালকা গড়নের ক্লিনজার ব্যবহার করুন
গ্রীষ্মকালে ত্বক থেকে তেল কমিয়ে আনে এমন ক্লিনজার ব্যবহার করা ভালো। কিন্তু শীতকালে আবার ত্বকের জন্য এই ধরনের ক্লিনজার ব্যবহার না করাই ভালো। পারফিউম, রং এবং ক্ষারীয় উপাদান দেওয়া স্কিনকেয়ার প্রডাক্টও ব্যবহার না করাই ভালো। যেসব ক্লিনজার ক্রিম বেজড এবং হাইড্রেটিং উপাদান রয়েছে, সেসব ক্লিনজার ব্যবহার করার চেষ্টা করুন।
স্পট ট্রিটমেন্ট বেছে নিন
আপনার পুরো ত্বকে ব্যবহারের জন্য অ্যান্টি অ্যাকনে প্রোডাক্ট বেছে না নেওয়াই ভালো। কারণ, এই প্রডাক্টগুলো ত্বককে খুব বেশি শুষ্ক করে দেয়। তাই আপনার রেটিনয়েড এবং স্যালিসিলিক এসিড সমৃদ্ধ স্কিন কেয়ার প্রোডাক্টগুলো শুধু স্পট ট্রিটমেন্টের জন্যই ব্যবহার করুন। শুধুমাত্র প্রয়োজনেই আক্রান্ত জায়গাগুলোতে এগুলো ব্যবহার করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।