সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মহীন ও অসহায় তিন হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।
রোববার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলার শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ড. সাজ্জাদ হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র রমজান আলী, শেখ রাসেল ক্রীড়া চক্রের স্থায়ী সদস্য আমিনুল ইসলাম, স্থায়ী সদস্য মো. মারুফ কাজী, বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড কমিউনিকেশনের এজিএম সাইফুল ইসলাম রুবেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সাজ্জাদ হায়দার বলেন, সারাদেশে করোনা সংকটের মুহূর্তে শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তিন হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলায় আরো বেশ কয়েকটি স্থানে খাদ্যসামগ্রী দেওয়া হবে। এভাবেই আমাদের শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর অসহায় প্রতিনিয়তই মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।