শেয়ার কারসাজির অভিযোগে বেক্সিমকোর ৯ বিনিয়োগকারীকে ৪২৮.৫২ কোটি টাকা জরিমানা

জুমবাংলা ডেস্ক : বিনিয়োগকারীদের মধ্যে মোসফেকুর রহমানকে সর্বোচ্চ ১২৫ কোটি টাকা, ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা, মমতাজুর রহমানকে ৫৮ কোটি টাকা এবং আব্দুর রউফকে ৩১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার নিয়ে কারসাজির দায়ে বেক্সিমকো লিমিটেডের ৯ জন বিনিয়োগকারীকে ৪২৮ দশমিক ৫২ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

দেশের পুঁজিবাজারে এই প্রথমবারের মতো শেয়ার কারসাজির অভিযোগে এত বড় অঙ্কের জরিমানা করা হলো।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিএসইসি’র ৯২৪তম সভায় বিনিয়োগকারীদের এই জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিনিয়োগকারীদের মধ্যে মোসফেকুর রহমানকে সর্বোচ্চ ১২৫ কোটি টাকা, ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা, মমতাজুর রহমানকে ৫৮ কোটি টাকা এবং আব্দুর রউফকে ৩১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।