জুমবাংলা ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতীতে ৮০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার একটি বাড়ি থেকে এসব পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। পলিথিন রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ী জুয়েল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ে গোপন মাধ্যমে খবর আসে, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার মৃত খয়বর আলীর ছেলে পলিথিন ব্যবসায়ী জুয়েল মিয়া (৩৩) তার বাড়িতে পলিথিন মজুদ ও বাজারজাত করছেন।
এমন তথ্যের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জুয়েলের বাড়ি থেকে ৮০০ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এসব পলিথিন মজুদ ও বাজারজাত করার দায়ে মো. জুয়েল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা প্রদান করে রেহাই পান নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী মো. জুয়েল মিয়া।
এসময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়, ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, পরিবেশের চরম ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিপণের দায়ে মো. জুয়েল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে পলিথিন বিক্রি করলে কঠোর আইনের আওতায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।