স্পোর্টস ডেস্ক : ক্রিকেট-টেনিসের তারকা দম্পতি শোয়েব মালিক আর সানিয়া মির্জা। চিরবৈরি দুই দেশ ভারত-পাকিস্তানের মেলবন্ধনও ঘটেছে এই জুটির মাধ্যমে। লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন জাফনা কিংস দলের তারকা ব্যাটসম্যান শোয়েব মালিক এবং তার জাতীয় দলের সতীর্থ ওয়াহাব রিয়াজের এক আলোচনায় উঠে এসেছে তাদের ব্যক্তিগত জীবনের দারুণ কিছু তথ্য। রিয়াজ এবং মালিক দুজনেই ‘স্প্রে চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণ করেন। সেইসঙ্গে তারা একে অপরের প্রশ্নের জবাবও দেন।
চ্যালেঞ্জ চলাকালীন এই দুই ক্রিকেটারকেই প্রশ্ন করা হয় খাওয়া-দাওয়ার ব্যাপারে কে বেশি উৎসাহী? জবাবে শোয়েব মালিক বলেন, ‘এই প্রশ্নটা আমার স্ত্রী সানিয়া মির্জাকে করো। তাহলেই সেরা উত্তরটা পাবে। কারণ সে তো রান্না করতেই পারে না। সবসময়ই বাইরে থেকে খাবার অর্ডার করে। আর আমি তো সবসময়ই ব্যস্ততার মধ্যে থাকি।’ এরপর তাদের দুজনকেই প্রশ্ন করা হয় যে কে বেশি অলস? জবাবে রিয়াজকে খোঁচা মেরে শোয়েব বলেন, ‘রিয়াজ একজন ফাস্ট বোলার। ওর মধ্যে প্রচুর প্রাণশক্তির দরকার হয়। তাই মনে হয়, এই সে বেশি অলস।’
পাকিস্তানের এই পেসারকে শোয়েব মালিক একটা নোংরা কিটব্যাগ রাখারও পরামর্শ দেন। হাসতে হাসতে শোয়েব মালিক বলেন, ‘সে একজন অল-রাউন্ডার। ব্যাটারদের তুলনায় ওর কাছে বেশি ব্যাট থাকে।’ এর জবাবে ওয়াহাব বলেন, ‘শোয়েব মালিকের কাছে কৌতুকের কোনো অভাব নেই। অনেক সময় তো শোয়েব নিজের হাসির কথায় নিজেই জোরে হেসে ফেলে! অন্যরা কেউ কোনও কথাও বলে না।’ এরপর প্রশ্ন করা হয় যে তাদের দুজনের মধ্যে সবথেকে বেশি কে খেতে পছন্দ করেন। জবাবে দুজনেই স্বীকার করে নেন যে, শোয়েব দিনে ৬ বার খান। ওয়াহাব রিয়াজ বলেন, ভোর ৩টার সময়ও নাকি শোয়েবের ঘরে ক্লাব স্যান্ডউইচ পাওয়া যায়!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।