
জুমবাংলা ডেস্ক : শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাদারীপুরের শিবচর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খানের (৬৮) মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তিনি শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধকালীন থানা কমান্ডার ছিলেন।
শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম জানান, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান দীর্ঘদিন থেকেই শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আজ তিনি মারা গেছেন।
উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের ভাতিজা মনির হোসেন জানান, তিনদিন আগে তিনি ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে পারেননি। পরে বাড়িতে ফিরে আসেন। গতকাল তার অসুস্থতা বাড়লে বহু কষ্টে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
শামসুদ্দিন খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া জাতীয় সংসদের হুইপ মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি নুর-ই-আলম চৌধুরী লিটন ও ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী শোক জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।