স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে সবশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের নারীদের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষমেশ হেরে গেছে জ্যোতি-সালমারা।
প্রথম প্রস্ততি ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর বুধবার (২ মার্চ) নিজেদের দ্বিতীয় তথা শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে শেষ পর্যন্ত পাকিস্তান জিতে গেছে মাত্র ৭ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের মেয়েরা করেছিল ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হওয়ায় ৪২ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল তারা। টার্গেট তাড়া করতে নেমে ৪১ ওভার ২ বলেই অলআউট হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। তারা করতে পেরেছে ১৯৪ রান। ডিএল মেথডে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০২ রান।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের কাছে ১০৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ নারী দল। ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড নারী দল। সবকটি উইকেট হারিয়ে ওই ম্যাচে ৩১০ রান করে ইংলিশরা।
ইংল্যান্ডের হয়ে ওই ম্যাচে সেঞ্চুরি করেন নাট স্কাইবার। ১০১ বলে ৯ চারের মারে তিনি করেন ১০৮ রান। বাকিদের মধ্যে ওপেনার লরেন হিল ৫৫, তামি বেমন্ট ৩৮, এম্মা ল্যাম্ব ২৮ ও হিথার নাইট ২২ রান করেন। বাংলাদেশের হয়ে তিন উইকেট শিকার করেন নাহিদা আক্তার। দুটি করে উইকেট পান সুরাইয়া আজমিন ও রিতু মনি।
জবাবে বাংলাদেশ অলআউট হয় ২০১ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন শারমিন আক্তার। এ ছাড়া শামিমা সুলতানার ব্যাট থেকে ৩৩, রিতু মনির ব্যাট থেকে ১৯ ও সোবহানা মোস্তারির ব্যাট থেকে ১৪ রান আসে। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ফ্রেয়া ডেভিস, নাট স্কাইবার ও চার্লি ডিন।
নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ ম্যাচে প্রিয় প্রতিপক্ষকে পায় লাল-সবুজরা। পাকিস্তান নারীদের বিপক্ষে শেষ পাঁচবারের দেখায় তিনবারই হেসেছে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপ মিশন শুরুর আগে তাই জয় দিয়ে প্রস্তুতি পর্ব শেষ করার সুযোগ ছিল। কিন্তু শেষটাও ভালো হলো না।
৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। রাউন্ড রবিন পদ্ধতিতে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আরও ছয়টি ম্যাচ খেলবে তারা। প্রথম পর্ব শেষে টেবিলের শীর্ষ চার দল যাবে সেমির মঞ্চে। ক্রাইস্টচার্চে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ১২তম ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।