শ্রদ্ধাকে নিয়ে গোপন কথা ফাঁস করলেন টাইগার শ্রফ

শ্রদ্ধাকে নিয়ে গোপন কথা ফাঁস করলেন টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ছিলেন জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফের সহপাঠী। স্কুলে পড়ার সময় শ্রদ্ধা ও টাইগার দুজনেই একে অপরের ক্রাশ ছিলেন।

স্কুলে পড়ার সময় থেকেই শ্রদ্ধার ওপর মন পড়েছিল টাইগারের। কিন্তু কখনও কাউকে বলতে পারেননি। শ্রদ্ধাকেও জানাতে পারেননি কিছু।

বাগি থ্রি ছবির প্রমোশনে হাজির হয়ে নিজের মনের গোপন কথা প্রকাশ্যে আনলেন টাইগার শ্রফ। যা শুনে রীতিমতো অবাক হয়ে যান শ্রদ্ধা কাপুর।

তিনি বলেন, টাইগার যে এত কথা বলছেন এখন, এসব তাকে আগে জানাতে পারতেন। স্কুলে পড়ার সময়ই যদি তাকে ভালো লাগত, তাহলে টাইগারের আগেই জানানো উচিত ছিল।

বৃহস্পতিবার ছিল জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে অভিনেত্রীর জন্ম।

বলিউডের জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরের মেয়ে এই অভিনেত্রী ‘আশিকি টু’, ‘বাগি’, ‘এক ভিলেন’, ‘ছিঁচোড়ে’,‘হায়দার’ সিনেমায় অভিনয় করেন।

শ্রদ্ধা কাপুরের পরবর্তী সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। ৮ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। জেনে নেওয়া যাক এই অভিনেত্রী সম্পর্কে অজানা কিছু কথা।

শ্রদ্ধা কাপুর বোস্টন বিশ্ববিদ্যালয়ের ঝরে পড়া ছাত্রী, যদিও সেখানে তিনি ভালো ফল করছিলেন।

অভিনয়ের প্রতি অনুরাগের কারণেই তিনি কলেজ ছেড়েছিলেন। বোস্টন ইউনিভার্সিটিতে তার করা নাটক দেখার পর ১৬ বছর বয়সি শ্রদ্ধাকে সালমান খান একটি সিনেমার প্রস্তাব দেন।

বিয়ে কবে, জানালেন হৃতিক