
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড) ফারজানা নাসরীনের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসছে।
Advertisement
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ্ আকরাম সোমবার রাতে বিষয়টি জানিয়ছেন শ্রীপুর।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফাতেহ্ আকরাম বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ফারজানা নাসরীন গত ৩০ জুন নমুনা দেন। এছাড়া গত ৫ জুলাই পাওয়া প্রতিবেদনে তার করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়।
ফাতেমা সুস্থ রয়েছেন এবং বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


