গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে এক হতদরিদ্র কৃষকের ভিটেমাটি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক আব্দুর রশিদ বাদি হয়ে শ্রীপুর থানা ও গাজীপুরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
আব্দুর রশিদ উপজেলার টেপিরবাড়ি গ্রামের পীর বক্সের ছেলে। তিনি টেপিরবাড়ি মৌজায় কিছু জমি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণ করে স্ত্রী, তিন কন্যা ও এক ছেলে নিয়ে বসবাস করে আসছেন।
ভুক্তভোগী আব্দুর রশিদ বলেন, তিনি দীর্ঘ দুই যুগ পূর্বে থেকে টেপিরবাড়ি মৌজায় স্থানীয় সাহেদ আলীর ছেলে মজিবর রহমানের কাছ হতে সাড়ে ছত্রিশ শতাংশ জমি কিনে বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। সম্প্রতি তার একটি মাটির ঘর ভেঙে পড়লে তিনি নতুনভাবে ঘর নির্মাণের উদ্যোগ নেন। এ সময় একই গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৬৫), তার ছেলে নুর ইসলাম, তাজুল ইসলাম, আতিকুল ইসলাম ও আমিনুল ইসলাম এসে জমিটি তাদের বলে দাবি করেন। তবে এমন দাবির পক্ষে কোনও ধরনের কাগজপত্র তারা দেখাতে পারেননি।
ভুক্তভোগী আব্দুর রশিদ এ বিষয়ে সুবিচার চেয়ে শ্রীপুর থানা ও গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোসলেম উদ্দিন জানান, তাদের এক ভাইয়ের কাছ হতে আব্দুর রশিদ জমি কিনেছিলেন। সেসময় ভাইদের মধ্যে কোনও ধরনের বন্টন ছিল না। পরে বন্টননামা দলিল হওয়ায় এখন আব্দুর রশিদকে সড়কের পাশ দিয়ে কিছু জমি ছাড়তে হচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর থানার এসআই রাহাতুল ইসলাম আকন্দ জানান, কৃষকের ভিটেমাটি দখলের অভিযোগে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দখলকারীদের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel