নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির এক প্রার্থী মৃত্যুর পর ওই পদে পুনঃতফসিল ঘোষণা অনুযায়ী বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আরও দুইজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন- সদ্য প্রয়াত বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল্লাহ্ শহিদের বড় ভাই স্বতন্ত্র প্রার্থী মো. শাহ্-আলম এবং বিএনপির মনোনীত প্রার্থী শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান।
শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, এ নিয়ে মেয়র পদে মোট প্রার্থীর সংখ্যা হলো চার। অন্যরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র মো. আনিছুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত মুহা. ফরহাদ আহমেদ রফিক মমতাজী। ইতোপূর্বে নির্বাচনে কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিরল পদে ১১ জন মনোনয়ন দাখিল করেন।
নির্বাচন কর্মকর্তা বলেন, আগের তফসিল অনুযায়ী শ্রীপুর পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ছিল ২৮ ডিসেম্বর। পূর্বের তফসিল অনুয়ায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগের দিন গত ৯ ডিসেম্বর বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল্ল্যাহ্ শহিদ মারা যান। তার মৃত্যুর পর বিধি মোতাবেক শুধু মেয়র পদে নতুন প্রার্থী অংশগ্রহণের সুযোগ দিয়ে ওই নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী কাউন্সিলর পদে নতুন কোন প্রার্থী অংশগ্রহণের সুযোগ নেই। সে অনুযায়ী মেয়র পদে নতুনদের মনোনয়ন জমার শেষ দিন ছিল ২৩ ডিসেম্বর, তাদের বাছাই ২৪ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৩১ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১ জানুয়ারি এবং ভোট হবে ১৬ জানুয়ারি।
স্বতন্ত্র প্রার্থী মো. শাহ্ আলম বলেন, আমার পরিবার দীর্ঘসময় সাধারণ মানুষের খুব কাছে থেকে বিভিন্ন জনসম্পৃক্ত কাজ করে আসছেন। আমার বাবা শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব্ পালন করেছেন। দীর্ঘসময় তিনি রাজনীতি করেছেন মানুষের কল্যাণে। আমার ছোট ভাই শহিদুল্ল্যাহ্ শহিদ (বিএনপি মনোনীত সদ্য প্রয়াত মেয়র প্রার্থী) সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছিলেন এবং বিএনপি থেকে এ নির্বাচনে মেয়র পদে তাকে মনোনীতও করেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর সামাজিক ও রাজনৈতিকভাবে জনসম্পৃক্ত কাজ করার জন্য তিনি এ নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করি, আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে দলমত নির্বিশেষে সাধারণ ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে পৌরসভার উন্নয়নের দায়িত্ব দেবেন।
এ নির্বাচনে ৬৭ হাজার ৯২৭ ভোটার ২৬টি কেন্দ্রের ১৯০টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শ্রীপুর পৌরসভা নির্বাচনে সব কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে ইভিএমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।