গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর রেল ষ্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ফকির (৭০) উপজেলার বাপতা গ্রামের বাসিন্দা।
শ্রীপুর রেলওয়ের ষ্টেশন মাষ্টার হারুন-অর রশিদ জানান, নিহত ওই বৃদ্ধ সকাল সাড়ে ৯টার দিকে ষ্টেশন এলাকায় অসাবধানতা বশত রেললাইন পার হতে গেলে ময়মনসিংহগামী আন্তঃনগর তিস্তা ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হয়। এ ঘটনায় রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।