শ্রীপুরে যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর

Sripur (1)

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে আশরাফুল ইসলাম ওয়াসিম নামে এক যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর পৌর শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

Sripur (1)

আহত আশরাফুল ইসলাম ওয়াসিম (৩৮) শ্রীপুর পৌর এলাকার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে। তিনি শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি প্রার্থী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পৌর শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে যুবলীগ নেতা প্রাইভেটকার নিয়ে শ্রীপুর বাজারে আসেন। এ সময় ১৫/২০ জন যুবক শ্রীপুর রেলগেটের পশ্চিম পাশে তার গাড়ির গতিরোধ করে। যুবকেরা তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় হামলাকারীরা তার প্রাইভেট কারটিতে (ঢাকা মেট্রো-গ ৩৩-২৪৩৩) ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গাজীপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার