নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ২ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ।
শনিবার দিনব্যাপী শ্রীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি স্থানে অসহায় ও দুস্থদের মাঝে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়।
জাহিদুল আলম রবিন জানান, স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ শুধু দেশে নয় সারাবিশ্বেই পালন করা হচ্ছে। দিনটিতে সমাজের কোনো অসহায় ও দুস্থ মানুষ না খেয়ে থাকে তাই দুই হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল আকন্দ, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম সরকার, শ্রীপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ সরকার, সহ-সভাপতি সারোয়ার জাহান সোহেল, পৌর যুবলীগের সভাপতি শাওন আকন্দ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিমন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জুনায়েত সিদ্দিকী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।