আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার ওই ব্যক্তি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা নিয়ে দেশটির রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। প্রিমালাল জয়সিকারা নামে ওই রাজনীতিবিদ ক্ষমতাসীন শ্রীলংকান প্রদুজানা পার্টির (এসএপিপি) সদস্য।
তিনি ২০১৫ সালের জুলাইয়ে বিরোধীদলীয় এক কর্মীকে নির্বাচনী র্যালিতে গুলি করে হত্যা করেন। এই হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয় দেশটির আদালত।
জয়সিকারার শপথের প্রতিবাদে সংসদে কালো ওড়না পরে প্রতিবাদ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। অনেককেই শপথ চলাকালে সংসদ থেকে ওয়াকআউট করেন।
চলতি বছরের ৫ আগস্ট দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আর জয়সিকারাকে আদালত মৃত্যুদণ্ড দেয় দল থেকে মনোনয়ন পাওয়ার পর। তাই ৪৫ বছর বয়সী এই রাজনীতিবিদকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয় আদালত এবং পরবর্তী সময়ে নির্বাচনে তিনি জয়ীও হন।
গেল ২০ আগস্ট কারাগার কর্তৃপক্ষ তাকে অনুমতি না দেয়ায় তিনি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত হতে পারেননি। পরবর্তী সময়ে কারাগারের এই আদেশের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের এই রাজনীতিবিদ আপিল করলে আদালত একটি অন্তর্বতীকালীন আদেশের মাধ্যমে তাকে শপথ নেয়ার জন্য জেলের বাইরে আসার অনুমতি দেন। শপথ পরবর্তী তাকে আবার কারাগারে নিয়ে আসা হয়।
জয়সিকারা ২০০১ সাল থেকে দেশটির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশটিতে তিনিই প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য। পরিসংখ্যান বলছে, আদালত মৃত্যুদণ্ডের রায় দিলেও ১৯৭৬ সালের পর থেকে দেশটিতে কাউকে মৃত্যুদণ্ড দেয়া হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।