অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীর শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল ফুটো হয়ে গেছে। বৃষ্টির পানি শ্রেণিকক্ষে এসে পড়ে। গত দুই দিনব্যাপী ভারী বৃষ্টিপাত হওয়ায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ছাতা মাথায় দিয়ে পাঠগ্রহণ করতে হচ্ছে।

মঙ্গলবার (৯ জুলাই) সরজমিনে ওই স্কুলে গিয়ে দেখা গেছে, নতুন ভবন থাকার পরেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পুরাতন টিনসেডের আধাপাকা কক্ষে পাঠদান করাছে স্কুল কর্তৃপক্ষ। পুরাতন টিনসেড শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা বাধ্য হয়ে ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলামিন, আরিফুল ইসলাম ও মিতু খাতুনসহ অনেকে বলে, টিনের চাল ফুটো থাকার কারণে শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে। আমরা গত দুই দিন ধরে ছাতা মাথায় দিয়ে ক্লাস করছি। ছাতা মাথায় দেওয়ার পরেও পানি পড়ে বই খাতা ও শার্ট, প্যান্ট ভিজে যাচ্ছে। আমরা বৃষ্টিতে ভিজে শ্রেণিকক্ষে ক্লাস করছি।
শিক্ষার্থীরা দ্রুত স্কুলটির পুরাতন টিনসেড কক্ষগুলো সংস্কারের দাবি জানিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি.ভি. রুনী সাঈদা বেগম জুমবাংলাকে বলেন, আমার এক বছর হলো এ বিদ্যালয় আসার। গত এ বছর ধরে পুরাতন টিনসেডটির সংস্কারের জন্য কর্তৃকপক্ষের কাছে আবেদন করেও কোন সুফল পাইনি। তাই বাধ্য হয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে পাঠগ্রহণ করছে।
মঙ্গলবার সহকারী শিক্ষা অফিসার রাশেদুল ইসলাম মন্ডল বিদ্যালয় এসে পুরাতন টিনসেড রুমে ক্লাস না নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, প্রাক-প্রাথমিক বরাদ্দের টাকা দিয়ে খুব শিগগিরই কক্ষ দুইটি সংস্কার করা হবে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাশেদুল ইসলাম মন্ডলজুমবাংলাকে বলেন, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়টিতে যাই। পরে দেখি নতুন ভবনের রুম থাকার পরেও প্রধান শিক্ষক নিজেই শিক্ষার্থীদের পুরাতন টিনসেডের আধাপাকা ভবনে ক্লাস করাচ্ছেন। আর নতুন ভবনের কক্ষে স্টোর রুম করেছেন প্রধান শিক্ষক। ফলে পুরাতন দুই শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে পাঠদান করতে বাধ্য হচ্ছে।
তিনি আরও জানান, সরজমিন তদন্ত করে পুরাতন টিন সেডের আধাপাকা রুমে পাঠদান না করার জন্য প্রধান শিক্ষককে জানিয়েছেন। সেই সঙ্গে পুরাতন টিনসেড রুম দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।