শ্রেণিকক্ষে পাঠদানে ব্যস্ত ছিলেন শিক্ষক, হঠাৎ করেই শিক্ষার্থীদের হাসাহাসি শুরু হয়। এরপরে একে একে অজ্ঞান হতে থাকে শিক্ষার্থীরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার (২২ জুলাই) দুপুর আড়াইটায় কুমিল্লা সদর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি মেয়েদের কক্ষে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ন চক্রবর্তী জানান, প্রতিদিনের ন্যায় সোমবার দুপুরে আড়াইটায় ৮ম শ্রেণির মেয়েদের কক্ষে পাঠদান করছিলেন সুধাংশু ভূষণ দাস। হঠাৎ শ্রেণিকক্ষে দুই-তিন জন শিক্ষার্থী হাসাহাসি শুরু করে । কারণ জানতে চাইলে অন্যরাও হাসি শুরু করে, একে একে হাসতে হাসতে অসুস্থ্য হয়ে পড়তে থাকে শিক্ষার্থীরা। পুরো বিদ্যালয়ে এসময় আতঙ্কর সৃষ্টি হয়। বিষয়টি অভিভাবকদের কানে পৌঁছালে আতঙ্কিত হয়ে স্কুলে ছুটে আসে। এদিকে শিক্ষকসহ অন্যরা অসুস্থ্য শিক্ষার্থীদের স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত হাসির কারণে প্রচণ্ড মাথা ব্যথায় অজ্ঞান হয়ে যায় শিক্ষার্থীরা। চিকিৎসা ভাষায় এটি একটি মানসিক রোগ। দুই একজনের মধ্য প্রথমে রোগটি দেখা দিলে বাকি শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে অসুস্থ্য হয়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।