দেশের বিশিষ্ট সংগীতশিল্পী ও লালনগীতি গায়িকা ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর স্বামী, বংশীবাদক গাজী আবদুল হাকিম।
তিনি বলেন, “সার্বিকভাবে ফরিদা পারভীনের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। ফুসফুস ও কিডনির সমস্যায় ভুগছেন তিনি। শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। গত দুই দিনের তুলনায় আজকের অবস্থা অনেক খারাপ। সবাই তাঁর জন্য দোয়া করবেন।”
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস করাতে হয় তাঁকে। গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে রাখা হয়।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, ফরিদা পারভীনের রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং শরীরে সংক্রমণ বেড়েছে। তাঁর জ্ঞানের মাত্রাও অনেক কমে এসেছে। কিডনির পাশাপাশি ফুসফুসের সমস্যাও জটিল আকার ধারণ করেছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ১৩ দিন হাসপাতালে থেকে বাসায় ফেরেন এই শিল্পী। জুলাই মাসেও তিনি গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। টানা দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি কিছুটা সুস্থ হন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক অবস্থা আবারও গুরুতর আকার ধারণ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।