যেখানে শেষ সেখান থেকে হিসাব মেলানো শুরু। প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবটা মিলিয়ে দেখার এই প্রচলন ক্রিকেটীয় ঐতিহ্যেরই অংশ। দ্বিপক্ষীয় সিরিজ বা টুর্নামেন্ট শেষে এই হিসাব মেলানো ক্রিকেটে বহুল চর্চিত।
এবারও তাই ফিরে দেখার চেষ্টা। এই দেখা শুধু চর্মচক্ষু দিয়ে নয়, গাণিতিক পরিসংখ্যানের দিক থেকেও। সমর্থকদের কাছে যদি জানতে চাওয়া হয়, এবারের বিশ্বকাপে কেমন খেলেছে বাংলাদেশ? কাগজ-কলমে জরিপ না করেও বলে দেওয়া যায়, সিংহভাগ টিকই পড়বে মোটামুটির ঘরে। যদিও পরিসংখ্যান আর মাঠের প্রতিদ্বন্দ্বিতা মিলিয়ে টাইগারদের পারফরম্যান্সের গ্রাফটা মোটামুটির চেয়েও ভালো দেখাচ্ছে।
কারণ আগের কোনো বিশ্বকাপেই এভাবে বুক টান করে, প্রতিপক্ষের খেলোয়াড়দের চোখে চোখ রেখে লড়াই করতে দেখা যায়নি টাইগারদের। যদিও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দাবি, ভালোমন্দ মিলে ইংল্যান্ড বিশ্বকাপটা মিশ্র একটা জায়গায় শেষ করল বাংলাদেশ। তবে বড় প্রাপ্তি সাকিব আল হাসানের রেকর্ডময় পারফরম্যান্স।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল বিভাগ ব্যাটিং, ব্যাটিংয়ে অন্য সব বারের চেয়ে এবার টাইগার ব্যাটসম্যানরা বেশী রান করেছে। সাকিব আল হাসান তো একাই করেছেন ৬০০+ রান , এছাড়া মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকাররা মাঝে মাঝে কয়েকটা ভাল ইনিংস খেলেছেন।
চলুন দেখে নিই এই বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ৫ রান সংগ্রাহকের তালিকা
প্লেয়ার ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ স্ট্রাইক রেট
সাকিব আল হাসান ৮ ৮ ৬০৬ ১২৪ ৮৬.৫৭ ৯৬.০৩
মুশফিকুর রহিম ৮ ৮ ৩৬৭ ১০২ ৫২.৪২ ৯২.৬৭
তামিম ইকবাল ৮ ৮ ২৩৫ ৬২ ২৯.৬৭ ৭১.৬৪
মাহমুদুল্লাহ রিয়াদ ৭ ৬ ২১৯ ৬৯ ৪৩.৮০ ৮৯.৭৫
লিটন দাশ ৫ ৫ ১৮৪ ৯৪ ৪৬.৮০ ১১০.১৭
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।