স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডের একটি আদালত ফিফার সাবেক সভাপতি স্লেপ ব্লাটার ও সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ থেকে অব্যহতি দিয়েছেন। তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ থেকে তাদের খালাস দেওয়া হয়। শুক্রবার খালাসের রায় দেন আদালত।
সুইস প্রসিকিউটরদের অভিযোগ ছিল, ২০১১ সালে প্লাতিনিকে বেআইনিভাবে ২০ লাখ ইউরো প্রদান করেছিলেন স্লেপ ব্লাটার।
তবে ব্লাটার দাবি করেন ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত করা একটি কলসানটেসি কাজের মজুরি হিসেবে প্লাতিনিকে এ অর্থ দিয়েছিলেন তিনি।
প্রাথমিকভাবে গত নভেম্বরে তাদেরকে অভিযুক্ত করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। পরে গত জুনে শুরু হয় বিচারকার্য।
দোষী সাব্যস্ত হলে তাদের জেল বা জরিমানা হতে পারতো। শুরু থেকে অবশ্য কোনোরকম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন ব্লাটার ও প্লাতিনি।
সুইজারল্যান্ডের দক্ষিণের শহর বেলিনজোনার ফেডারেল ক্রিমিনাল কোর্টের রায়ে ব্লাটার নির্দোষ প্রমাণিত হন।
অন্যদিকে কোনোরকম জালিয়াতির অভিযোগ থেকে খালাস পান প্লাতিনি।
এদিকে সুইজারল্যান্ডের আদালত এমন রায় দেওয়ার পর বিষয়টি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ফিফা। তারা জানিয়েছে, বিস্তারিত জানার পর তারা বিষয়টি নিয়ে কথা বলবে।
রায় শুনতে আদালতে প্রবেশ করার আগে ব্লাটার বলেন, আমি পুরো জীবনে নির্দোষ না। কিন্তু এ বিষয়টিতে আমি নির্দোষ।
তাছাড়া তিনি জানিয়েছে, তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন এবং এ লড়াইয়ে জয় পেয়েছেন। সূত্র: সিএনএন, রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।