সমরেশ মজুমদারের সর্বশেষ শারীরিক অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। ফুসফুস ও শ্বাসনালী সংক্রমণ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে কেবিন থেকে আইসিইউ’র ভ্যান্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।

জানা গেছে, আজ তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। ইতিমধ্যে ভ্যান্টিলেশন সাপোর্টও খুলে রাখা হয়েছে।

শনিবার বিকেলে সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বাবার (সমরেশ মজুমদার) অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। উনি এখন নিজ হাতে চা-ও খেতে পারছেন। আজ সকালে বেড থেকে উঠে চেয়ারেও বসেছেন। আশা করি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন তিনি।’

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী এই সাহিত্যিকের শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) সমস্যা রয়েছে তার।