জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঐক্য গড়তে আগ্রহের কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তবে এই ঐক্য গড়তে শর্তও জুড়ে দিয়েছেন তিনি।
নুর বলেন, এই সরকার যদি তার ভুল বুঝতে পেরে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্য-সংহতির পথে হাঁটে আমরাও তাদের সঙ্গে কাজ করব। কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর রাষ্ট্র গঠন করব। কিন্তু তার জন্য এই ডামি সংসদ ভেঙে দিতে হবে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। তাহলে এই সরকারের সঙ্গে আমাদের ঐক্য হবে, জনগণ তাদের ক্ষমা করবে।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ডামি নির্বাচনের ডামি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার’ দাবিতে গণবিক্ষোভ পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘আমরা আপনার (প্রধানমন্ত্রী) নিরাপত্তা দিব। আপনি দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। আমরা আপনার পাশে থাকব। যেভাবে ১৯৮১ সালে জনগণ আপনার পাশে ছিল। আপনি দেশের যা ক্ষতি করেছেন করেছেন, আর ক্ষতি করবেন না। অনতিবিলম্বে এই সংসদে কিংবা পরবর্তী সংসদে নির্বাচনকালীন সরকার বিষয়ক রাজনৈতিক ঐক্য তৈরি করে বিল পাশ করে নির্বাচন দিয়ে বিদায় নিন। না হলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে।’
এ সময় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।