Advertisement
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের পরিবার এবং আহতদের সব ধরনের সহায়তা দেবে সরকার। এ ছাড়া নিহতদের স্মরণে আগামীকাল সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, বিমান দুর্ঘটনায় নিহতদের উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে।
তিনি আরও বলেন, আগে সন্দেহের অবকাশে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হতো। কিন্তু, এ বিষয়ে নতুন সিআরপিসি আইন করা হয়েছে। যাতে অনলাইন বেল বন্ড সাবমিশন করা যাবে।
উপদেষ্টা বলেন, এ ছাড়া যে পুলিশ গ্রেপ্তার করবে তার আইডেন্টিটি থাকতে হবে। গ্রেপ্তারের ক্ষেত্রে কোন অভিযোগে আর কোন আইনে গ্রেপ্তার করা হচ্ছে, সেটাও পুরোপুরি লেখা থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।