জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে আজিজুল হক সানু (৪০) নামে এক সংবাদকর্মীকে প্রকাশ্যে টেনেহিঁচড়ে এনে থানায় সোপর্দ করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুইজন প্রকৌশলীসহ কয়েকজন। একটি ব্রিজের সংযোগ সড়ক নেই; এমন ছবি তুলে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছিলেন আজিজুল হক সানু।
বৃহস্পতিবার (২৪ জুন) রাতে সানুকে গ্রেফতার দেখায় বাহুবল মডেল থানা পুলিশ। এর আগে, দুপুরে বাহুবল উপজেলা প্রকৌশলী আফছার খন্দকার ও উপ-সহকারী প্রকৌশলী আলফাজ উদ্দিনসহ কয়েকজন সানুকে এনে থানায় সোপর্দ করেন। প্রকৌশলী আলফাজ উদ্দিন বাদী হয়ে তাকে মারধর ও সরকারি কাজে বাঁধার অভিযোগে সানুর বিরুদ্ধে থানায় একটি মামলাও দায়ের করেন।
তবে আজিজুল হক সানু তার সহকর্মীদের জানিয়েছেন, নিম্মমানের কাঁচামাল দিয়ে করাঙ্গী নদীর উপর ব্রিজ মেরামতের ছবি তুলতে গেলে সানুকে হেনস্থা ও প্রকাশ্যে টেনেহিঁচড়ে এনে থানায় সোপর্দ করা হয়েছে।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর খোয়াইকে জানান, এলজিইডি’র কর্মকর্তারা আজিজুল হক সানুকে এনে পুলিশে সোপর্দ করেছেন। তাদের একজন কর্মকর্তাকে মারধর ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মামলাও করেছেন আলফাজ উদ্দিন। গতকাল রাতে মামলাটি এফআইআরভুক্ত করা হয়েছে।
রাতে এ বিষয়ে কথা বলতে মোবাইলে এলজিইডি’র বাহুবল উপজেলা প্রকৌশলী আফছার খন্দকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
অজিজুল হক সানুর বরাত দিয়ে তার এক সহকর্মী জানান, করাঙ্গী নদীর উপর ব্রিজ মেরামতে নিম্মমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছিল। এ সময় সানু ছবি তুলতে গেলে এলজিইডি’র দায়িত্বপ্রাপ্তরা তার মোবাইল ফোনটি কেড়ে নেন। এক পর্যায়ে তাকে প্রকাশ্যে টেনে-হেঁচড়ে থানায় নিয়ে আসেন প্রকৌশলীরা। তবে এর আগে সেখানে দুইপক্ষে হাতাহাতি হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এদিকে, আজিজুল হক সানু একটি অনলাইন পোর্টালে এলজিইডির নির্মিত ব্রিজের সংযোগ সড়ক নেই, এমন ছবি তুলে সংবাদ প্রকাশ করেছিলেন বলেও জানা গেছে। সংবাদটি তিনি তার ফেসবুক প্রোফাইলে শেয়ারও করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।