নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবুর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে থানা চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ভুক্তভোগীর বক্তব্য নেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত এসআই আলমগীর হোসেনকে প্রশ্ন করলে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন তিনি। ঘটনাটি উপস্থিত অন্য সাংবাদিকরা প্রত্যক্ষ করেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিষয়টি আমলে নেন। পরে দ্রুত ব্যবস্থা হিসেবে এসআই আলমগীর হোসেনকে গাজীপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক হোসাইন আলী বাবু বলেন, “আমি দায়িত্বশীলভাবে সংবাদ সংগ্রহ করছিলাম। কিন্তু এমন আচরণ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অপেশাদার। আমরা চাই, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সাংবাদিক সমাজ অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ভবিষ্যতে সংবাদকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।