বাংলাদেশি সমর্থকদের প্রত্যাশা শেষ পর্যন্ত পূরণ করেনি ব্রিস্টলের আকাশ। বৃষ্টির উৎপাতে পরিত্যক্তই হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে স্পষ্ট ফেভারিট ছিল বাংলাদেশ। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশি সমর্থকদের জন্য এটা মন খারাপের খবর। এদিকে মন খারাপের মধ্যে আরেকটি অস্বস্তির খবর সাকিবের ইনজুরি।
টিম ম্যানেজমেন্টের একটি সূত্র বলছে, ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানকে এক সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে। যদি তাই হয় তাহলে উইন্ডিজের বিপক্ষে সাকিব খেলতে পারবেন তো? বাংলাদেশের পরবর্তি ম্যাচ উইন্ডিজের বিপক্ষে। আগামী ১৭ জুন ক্যারিবীয়ানদের বিপক্ষে নিজেদের পাঁচ নম্বর ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ।
অবশ্য সেই সুত্রটির দাবি, উইন্ডিজের বিপক্ষে সাকিবের খেলার বিষয়ে শতভাগ নিশ্চিত টিম ম্যানেজমেন্ট। ওই ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠার কথা বিশ্বসেরা অলরাউন্ডারের।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হলেও সাকিব খেলতে পারতেন না বলেই খবর। দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশি অলরাউন্ডার ঊরুতে চোট পেয়েছিলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। পরে স্ক্যান করে চিড় না ধরার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটাও বলা হয়েছে, সাকিবের বিশ্রাম প্রয়োজন।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ইনিংসে ব্যাট করা সাকিব যথাক্রমে রান করেছেন ৭৫, ৬৪ ও ১২১। চলতি বিশ্বকাপে রান সংগ্রাহকদের তালিকায় সবার উপরে এখন সাকিবেরই নাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।