স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, অন্তত পরিসংখ্যান তাই বলে। ব্যাটে ও বলে সাকিব আল হাসান তিন ফরম্যাটেই বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। তবে এই বিশ্বকাপে প্রশ্ন উঠেছে, সাকিব আল হাসান কি বিশ্বসেরা কিংবদন্তী অলরাউন্ডারদের তালিকায় ঢুকে গেছেন? অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসির উত্তর- ‘অবশ্যই’।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে হাসি বলেছেন, ‘সাকিব আল হাসান এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় চলে এসেছেন। এই বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।’
‘কেউ অস্বীকার বা দ্বিমত করতে পারবে না যে এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব।’ সাকিব আল হাসানকে খানিকটা অবমূল্যায়ন করা হয়েছে অনেক সময়, কিন্তু এই বিশ্বকাপে সেই ধারণা বদলে দিয়েছেন তিনি নিজেই। সাকিবকে বিশ্বসেরা কিংবদন্তী অলরাউন্ডার মানলেন মাইক হাসি।
একই বিশ্বকাপে ৪০০ রান ও ১০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সাকিব কি সবসময়ই সেরাদের তালিকায় ছিলেন নাকি এটা শুধু এই বিশ্বকাপ বিবেচনায়?
মুরলি কার্তিক, ভারতের সাবেক ক্রিকেটার বলেন, সাকিব শুধু যে এই বিশ্বকাপ বিবেচনায় সেরাদের তালিকায় তা নয়, সাকিব বরাবরই এক বা দুই নম্বরে আছেন অলরাউন্ডারদের তালিকায়। ‘তিন ফরম্যাটেই এভাবে টানা এক বা দুইয়ে থাকা কঠিন, ক্যারিয়ার শেষে সেরা অলরাউন্ডারদের তালিকাতেই তার নাম থাকবে এটা নিশ্চিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।