আফগানিস্তান দলের স্পন্সর সাকিবের প্রতিষ্ঠান

আফগানিস্তান দলের স্পন্সর সাকিবের প্রতিষ্ঠান

স্পোর্টস ডেস্ক : শুধু  ক্রিকেট মাঠেই নন, সাকিব আল হাসানের বিচরণ আরও অনেক কিছুতেই রয়েছে। গত জানুয়ারিতে মোনার্ক মার্ট নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। যার চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব। জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে রশিদ-নবিদের স্পন্সর হয়েছে তার এই প্রতিষ্ঠান।

আফগানিস্তান দলের স্পন্সর সাকিবের প্রতিষ্ঠান
ছবি সংগৃহীত

এর আগে সদ্য সমাপ্ত বিপিএলে সাকিবের দল ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর হিসেবে ছিল তার এ ই-কমার্স সাইট। টুর্নামেন্টটি চলাকালে ক্যারিবীয় ক্রিকেট রাজা ক্রিস গেইলকে দিয়ে বিজ্ঞাপন করিয়েছে মোনার্ক মার্ট।

প্রচারেই প্রসার-এই নীতি মেনেই সাকিবের প্রতিষ্ঠান বাংলাদেশের বিপক্ষে সিরিজে আফগানিস্তান দলের স্পন্সর স্বত্ব কিনে নিয়েছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হিসেবে রয়েছে আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ।

ঘরের মাঠে শুরু হতে যাওয়া তিন ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টির সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইস্পাহানি।

মোনার্ক মার্টের পক্ষ থেকে জানানো হচ্ছে, ক্রেতাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে তারা। ক্রেতাদের সহজ ও ঝামেলাহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য পৌঁছানো নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি।

রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে ব্যবসায় হাতেখড়ি হয় সাকিব আল হাসানের। এরপর এ খাতে তিনি আর থেমে থাকেননি। স্বর্ণ আমদানি ও বিপণন, শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি। কেবল দেশে নয় দেশের বাইরেও বড় বড় বিনিয়োগ রয়েছে সাকিব আল হাসানের।

এ ছাড়াও দেশের শেয়ারবাজারে সাকিব আল হাসান একটি আলোচিত নাম। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি। চলতি বছরে মে মাসে একটি ব্রোকারেজ হাউসের অনুমোদন নিয়েছেন সাকিব আল হাসান

এ কী হাল হয়েছে অভিনেত্রী প্রসূন আজাদের !