সাউথ্যাম্পটনে সবশেষ ম্যাচে উইকেট ছিল বেশ মন্থর। রান করতে ধুঁকেছেন দুই দলের ব্যাটসম্যানরাই। এই মাঠের সীমানাও বেশ বড়। স্পিনারদের জন্য যথেষ্ট সহায়তা আছে এমন উইকেটে আফগানিস্তানের স্পিন পরীক্ষার সামনে পড়েছে বাংলাদেশ।
আগের ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ২২৪ রানে আটকে রেখেছিল আফগানিস্তান। মূল কৃতিত্ব ছিল তাদের চার স্পিনারের। ৩৩ রানে ২ উইকেট নেন অফ স্পিনার মোহাম্মদ নবি। ১০ ওভারে কেবল ২৬ রান দিয়ে ১টি নেন আরেক অফ স্পিনার মুজিব উর রহমান। রশিদ খান ১০ ওভারে ৩৮ রানে নেন ১ উইকেট, অনিয়মিত লেগ স্পিনার রহমত শাহ ৫ ওভারে ২২ রানে ১টি। বাংলাদেশের বিপক্ষে আফগানদের মূল অস্ত্র হবে এই স্পিন আক্রমণই।
এই প্রতিবেদন লেখার সময়, ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫৬/১। লিটন ১৬ ও তামিম ১৯, সাকিব ১৮
শুরুতেই ফিরলেন লিটন
মুজিব উর রহমানের বলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ওপেনিংয়ে ফেরা লিটন দাস।
অফ স্পিনারের বলে ড্রাইভ মাটিতে রাখতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। সামনের দিকে ডাইভ দিয়ে ক্যাচ মুঠোয় জমান হাশমতউল্লাহ শাহিদি। আম্পায়ার আউটের সফট সিগন্যাল দিয়ে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। কয়েকবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান আলিম দার।
তামিমের সঙ্গে ওপেনিংয়ে লিটন
দুই বাঁহাতি ব্যাটসম্যানের উদ্বোধনী জুটি ভেঙে লিটন দাসকে ওপেনিংয়ে ফিরিয়েছে বাংলাদেশ। সাধারণত প্রথম বলটি খেলেন তামিম,এবার খেলেছেন আগের দুই ম্যাচে পাঁচে খেলা ডানহাতি এই ব্যাটসম্যান।
আফগানিস্তান দলে দুই পরিবর্তন
ভারতের বিপক্ষে খেলা ম্যাচ থেকে একাদশে দুটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। দলে ফিরেছেন পেসার দৌলত জাদরান। এবারের আসরে প্রথমারের মতো খেলছেন সামিউল্লাহ শিনওয়ারি। বাদ পড়েছেন ওপেনার হজরতউল্লাহ জাজাই ও পেসার আফতাব আলম।
চোট কাটিয়ে একাদশে ফিরলেন সাইফ-মোসাদ্দেক
চোট কাটিয়ে একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
পিঠের সমস্যার জন্য সাইফ ও কাঁধের চোটের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি মোসাদ্দেক। তাদের জায়গায় সেই ম্যাচে খেলা পেসার রুবেল হোসেন ও সাব্বির রহমান বাদ পড়েছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব, সামিউল্লাহ শিনওয়ারি, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, ইকরাম আলি খিল, দৌলত জাদরান, মুজিব উর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।