স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এখন পর্যন্ত ৯টি বিশ্বকাপের সবকটিতেই অংশ নিয়েছে। তারপরও সেরা সাফল্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরটিতে দুটি ম্যাচ জিতেছে। এবার সেই পরিসংখ্যান ছাপিয়ে শান্তর নেতৃত্বে গ্রুপপর্বের তিনটি ম্যাচ জিতে দেশবাসীর ঈদ আনন্দ দ্বিগুণ করলেন চন্ডিকা হাথুরুসিহের শিষ্যরা।
নেদারল্যান্ডসকে হারিয়ে দেশবাসীর ঈদ আনন্দ বাড়িয়ে দিতে চেয়েছিলেন পোস্টার বয় সাকিব আল হাসান। কথা রেখেছেন এই তারকা ক্রিকেটার। ব্যাটিংয়ে কিছুটা ধুকলেও ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ জিতে পৌঁছে গেছে টুর্নামেন্টের পরের রাউন্ডে, অর্থাৎ সুপার এইটে।
বাংলাদেশকে ১০৬ রানে থামিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল নেপাল। কিন্তু বোলারদের অসাধারণ নৈপুণ্য সেটা হতে দেয়নি। ২৬ রানে ৫ উইকেট তুলে শুরুতেই নেপালকে কাবু করে ছেড়েছিলেন পেসার তানজিম সাকিব। ৪ ওভার বল করে দুই মেডেনে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। সাকিব ৯ রানে ২ উইকেট নিয়েছেন। তাছাড়া মোস্তাফিজ ৪ ওভারে ১ মেডেন আর ৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২৯ রানে একটি নিয়েছেন তাসকিন। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা তানজিম সাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।