জুমবাংলা ডেস্ক : ভারী বর্ষণে দীঘিনালায় কালভার্ট ও বাঘাইহাটে রাস্তা ডুবে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে সাজেকের যোগাযোগ বন্ধ থাকার দুদিন পর চালু হয়েছে যান চলাচল।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল শুরু হয়। সকালে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে পর্যটকবাহী গাড়ি ছেড়ে গেছে। খাগড়াছড়ি থেকে ২০টির বেশি পর্যটকবাহী গাড়ি সাজেকের উদ্দেশে ছেড়ে গেছে।
গত মঙ্গলবার ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে যায়। ফলে খাগড়াছড়ি থেকে দীঘিনালা যান চলাচল বন্ধ ছিল। যেহেতু দীঘিনালা হয়ে সাজেকে যাতায়াত করতে হয়, তাই সাজেকে যাতায়াতের পথও বন্ধ হয়ে যায়। দুদিন পর পানি কমে আসায় আবারও সাজেকের সঙ্গে যাতায়াত শুরু হলো।
খাগড়াছড়ি সাজেক কাউন্টারের লাইনম্যান মোঃ আলম বলেন, ‘সকাল থেকে সাজেকে যান চলাচল শুরু হয়েছে। ছোটবড় মিলিয়ে প্রায় ২০-২৫টি গাড়ি সাজেকের উদ্দেশে রওনা দিয়েছে।’
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহ-সভাপতি জয় মারমা বলেন, ‘সড়ক থেকে পানি সরে যাওয়ায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে পর্যটকবাহী গাড়ি ছেড়ে গেছে। খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা গাড়িতে নতুন পর্যটক আসতে শুরু করেছে।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ‘রাস্তা থেকে পানি সরে যাওয়ায় আজ সকাল থেকে সাজেক থেকে পর্যটকদের গাড়ি চলাচল শুরু হয়েছে।’
পার্বত্য জেলাসমূহে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়ে তিনশতাধিক পর্যটক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।