জুমবাংলা ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবর ইউএনবি’র।
মৃত রহিমা বেগম (৫৮) কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল ইসলাম জানান, তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ আগে সাতক্ষীরা সিবি হাসপাতালে প্রথমে ভর্তি হন। সেখানে তিনদিন পর অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে এবং পরে গাজী মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীর অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি।
তবে ওই নারী ডেঙ্গু ছাড়াও হাইপোথাইরোডিজম, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন জানান ডা. কামরুল।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আবু শাহিন জানান, জেলায় এ পর্যন্ত ৪৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ৩৪৫ জন বাড়ি ফিরে গেছন। আর ৯৭ জনকে অন্যত্র রেফার করা হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel