Advertisement
জুমবাংলা ডেস্ক : পাটকেলঘাটা থানার দলুয়া বাজার থেকে সোমবার ৩৪টি কচ্ছপসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। খবর বাসসের।
আটকরা হলেন- ওই এলাকার দুখুড়িয়া গ্রামের পাচু সরকারের ছেলে হাজরাপদ সরকার (৩৮) ও গাছা গ্রামের উত্তম মল্লিক (৩৫)।
র্যাব-৬ এর সাতক্ষীরার কোম্পানি অধিনায়ক মো. শাহিনুর ইসলাম জানান, বিক্রির উদ্দেশে দুটি বস্তায় করে ৩৪টি কচ্ছপ নিয়ে বাজারে আসলে দুই ব্যবসায়ীকে আটক করে র্যাব সদস্যরা।
তিনি জানান, তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।