বিনোদন ডেস্ক: ‘বিক্রম ভেদা’র হিন্দি সংস্করণটি নির্মাণ শৈলী বিবেচনায় মূল তামিল সিনেমার কাছাকাছি প্রশংসা পেলেও লাভের অঙ্কে অনেকটাই পিছিয়ে রয়েছে। অথচ মুক্তির প্রথম সপ্তাহ শেষ হওয়ার পথে। অন্যদিকে মূল সিনেমাটি অল্প বাজেটে নির্মিত হয়ে বাজার থেকে তুলে নিয়েছিল প্রায় সাতগুণ অর্থ।
দুই ছবিই পরিচালনা করেছেন নির্মাতা জুটি পুস্কর-গায়ত্রী। তামিল ছবিতে আর মাধবন ও বিজয় সেতুপতির অভিনয় দর্শককে দারুণভাবে মাতিয়েছিল। নির্মাণ ভঙ্গি ছিল বাস্তবের কাছাকাছি। অন্যদিকে হৃতিক রোশন ও সাইফ আলী খানের অভিনয় বাজিমাত করলেও বলিউডের মাশালা যোগ করতে গিয়ে ছবির বাজেট বেড়েছে প্রায় ১৭ গুণ। যার প্রায় অর্ধেকই হৃতিকের পারিশ্রমিক ও বিদেশী লোকেশনের খরচ।
জানা গিয়েছে, বিজয় ও মাধবনের ‘বিক্রম ভেদা’ নির্মাণে ১১ কোটি রুপি খরচ হয়েছে সব মিলিয়ে। সেই ছবিটি বক্সঅফিস থেকে তুলে নেয় ৭২ কোটি রুপির বেশি। অন্যদিকে হিন্দি রিমেকে ব্যয় হয়েছে ১৭৫ কোটি রুপি। কিন্তু মুক্তির প্রথম পাঁচ দিনে দেশ-বিদেশ মিলিয়ে আয় ৮০ কোটি রুপির ঘর পার হতে পারেনি। সমালোচক-দর্শক দুই ক্ষেত্রে প্রশংসা পেলেও ধারণা করা হচ্ছে বলিউডে আরেকটি বিগ বাজেটের ফ্লপ যোগ হতে যাচ্ছে।
শুরুতে আমির খান ও সাইফ ছিলেন এই ছবির প্রধান অভিনেতা। পরে সৃজনশীল মতদ্বৈততায় সরে দাঁড়ান ‘পিকে’-খ্যাত অভিনেতা।
সাম্প্রতিক সময়ের বলিউডে একের পর এক বড় তারকার ছবি মুখ থুবড়ে পড়ছে। অক্ষয় কুমার থেকে আমির খান কেউ এই খরা থেকে বাদ পড়েননি। এর মাঝে আলিয়া ভাট ও রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ কিছুটা আশা দেখালেও হৃতিক-সাইফের সিনেমাটি আবার ব্যর্থতা দেখাল বলিউডকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।