বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আয়েশা জুলকা ছিলেন তাঁর সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। নব্বইয়ের দশকে বেশ জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি। ১৯৯১ সালে সালমান খান অভিনীত ‘কুরবান’ সিনেমা দিয়েই বলিউডে পা রেখেছিলেন এই অভিনেত্রী। তিন দশক পেরিয়ে গেলেও এখনো সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ তিনি।
সালমান খানকে তিনি সত্যিকারের মানুষ হিসেবেই দাবি করেন।
ভারতীয় গণমাধ্যম ‘মিড-ডে’র সঙ্গে সাম্প্রতিক কথোপকথনে আয়েশা বলেন, ‘আমি সালমানকে খুব পছন্দ করি। কারণ তিনি একজন মহান মানুষ। আমার মনে আছে, যখনই আমরা শুটিং শেষ করে বাড়ি ফিরতাম, তিনি বসে বসে শুটিংয়ে বেঁচে যাওয়া খাবার প্যাক করতেন। বাড়ি ফেরার পথে ভিক্ষুকদের খুঁজে বের করার চেষ্টা করতেন। রাত গভীর হলেও রাস্তায় কোনো ক্ষুধার্ত মানুষকে দেখলে তিনি তাকে জাগিয়ে তুলে খাওয়াতেন। ’
আয়েশা আরো জানান, সিনেমার ইউনিটের সকলের খাওয়াদাওয়ার পর বাড়তি খাবার সযত্নে প্যাক করতেন সালমান। ইউনিটের কারো বাড়িতে খাবার প্রয়োজন হলে তিনি পাঠাতেন। বাকি খাবার রাস্তায় বেরিয়ে কোনো ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিয়ে বাড়ি ফিরতেন। তখনো যেমন ছিলেন সালমান, আজও তেমনটাই রয়েছেন। তিনি একজন অসাধারণ মানুষ।
এখন বলিউডের বাইরে থাকলেও ‘খিলাড়ি’, ‘জো জিতা ওহি সিকান্দার’-এর মতো সফল সিনেমা করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন আয়েশা। কাঙ্ক্ষিত সাফল্য পেয়েও একসময় বলিউড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে ‘জিনিয়াস’ নামে একটি সিনেমায় শেষ দেখা গিয়েছিল তাঁকে। চার বছর পর ওয়েব সিরিজ ‘হাশ হাশ’ দিয়ে নতুন করে ফিরেছেন এই অভিনেত্রী।
অন্যদিকে নিজের আসন্ন সিনেমা ‘টাইগার-৩’-এর কাজ নিয়ে ব্যস্ত সালমান খান। আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটি। এতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলেগু ভাষায়ও মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র : পিংকভিলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।