জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, খালেদার জিয়ার নামে যে মামলা তাতে আইন অনুযায়ী সাত দিনের মধ্যে জামিন হওয়ার কথা। কিন্ত আদালত স্বাধীনভাবে কাজ করতে না পারায় এক বছর সাত মাসেও তার জামিন হয় না।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ মানববন্ধনের আয়োজন করে।
মওদুদ আহমদ বলেন, একটি বানোয়াট মামলায় মাত্র ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেগম জিয়াকে জেলখানায় থাকতে হচ্ছে। সরকারের রাজনীতির প্রভাবে আদালতসমূহ স্বাধীনভাবে কাজ করতে পারে না। সেজন্যই খালেদা জিয়া আজ জেলখানায়।
তিনি বলেন, সরকারের সবচেয়ে বেশি প্রয়োজন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খালেদা জিয়াকে এই সরকার ভয় পায়। কারণ, তারা জানে, খালেদা জিয়া যদি মুক্ত হয় তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। স্বেচ্ছাচারিতা আর থাকবে না। দেশে আইনের শাসন ফিরে আসবে।
প্রবীণ আইনজীবী মওদুদ আহমদ বলেন, আমরা অনেক চেষ্টা করেছি। কোনো আদালতে বেগম জিয়ার জন্য কোনো রকমের সুসংবাদ নেই। কারণ, আদালতগুলোকে তারা (সরকার) সম্পূর্ণভাবে প্রভাবিত করেছেন। সেজন্য রাজপথই একমাত্র পথ। আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করার জন্য আমাদের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ হতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হারুনুর-রশিদ। সঞ্চালনা করেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষিবিষয়ক সম্পাদক ওমর ফারুক, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল প্রমুখ বক্তব্য দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।