স্পোর্টস ডেস্ক : ১৬ মাস পর ব্রাজিল জাতীয় দলে ফিরে চোটে পড়লেন। আবার ছিটকে গেলেন নেইমার। তার অনুপস্থিতিতে বিশ্বকাপ বাছাই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার জেরে চাকরি হারালেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
নেইমারের অভাব ভোগাচ্ছে তার ক্লাব সান্তোসকেও। রাজ্য চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর সবশেষ লিগ ম্যাচে তারা ২-১ গোলে হেরেছে ভাস্কো দা গামার কাছে। জাতীয় দল ও ক্লাবের এমন দুঃসময়েও মাঠের বাইরে নেইমারের বিন্দাস থাকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ব্রাজিলে।
গত মাসে চোট নিয়ে কার্নিভালে গিয়ে সান্তোস সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন নেইমার। এবার চোট নিয়ে ব্রাজিলের জনপ্রিয় গায়িকা লুডমিলার সঙ্গে নেচে আগুনে ঘি ঢাললেন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার। ব্রাজিলের সেভেন-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট কিংস লিগের ক্লাব ফুরিয়ার এফসির অন্যতম মালিক নেইমার।
কিংস লিগে নিজের ক্লাবের জয় উদ্যাপনে লকার রুমে লুডমিলার সঙ্গে কোমর দুলিয়ে নাচতে দেখা যায় নেইমারকে। সান্তোসের হারের পর সেই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে।
ভিডিওর কমেন্টস সেকশনে এক সান্তোস সমর্থক লিগেছেন, ‘সান্তোস যখন ভাস্কোর কাছে হারছে, তাদের সেরা খেলোয়াড় তখন নেচে বেড়াচ্ছে। তাকে আর ফুটবলার বলা উচিত নয়।’ আরেক সমর্থকের সংযোজন, ‘প্রতিভার কী অপচয়! ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবেই অবসর নিয়েছে নেইমার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।