জুমবাংলা ডেস্ক : সাভারের উলাইল এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় জাহাঙ্গীরের মালিকানাধীন ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ঝুটের গোডাউন পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে পার্শ্ববর্তী প্রাইড গ্রুপের কেমিক্যাল ও সুতার গোডাউন। আগুন নেভাতে সামান্য দেরি হলেই ব্যাপক ক্ষয়ক্ষতি হতো বলে শঙ্কা করেছেন কারখানা কর্তৃপক্ষ।
প্রাইড গ্রুপের নিরাপত্তাকর্মী মোহাম্মদ আসিফ আলী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আমাদের কারখানার সামনে জাহাঙ্গীরের গোডাউনে আগুন লাগে। আমরা দ্রুত কারখানার পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং সাভার ফায়ার সার্ভিসকে জানাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, আরেকটু দেরি হলেই কারখানার ভেতরে থাকা আমাদের কেমিক্যাল ও সুতার গোডাউনে আগুন ছড়িয়ে পড়তো। এতে করে কারখানাটির প্রায় কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হতে পারতো।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। তিনটি ইউনিটের দের ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঝুটের গোডাউনে বিদ্যুতের সংযোগ ছিল না তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেট থেকে আগুন লাগতে পারে। এছাড়া ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষ বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।