Advertisement
জুমবাংলা ডেস্ক: সাভারে পিকআপ ভ্যানের ধাক্কায় সোমবার এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন। খবর ইউএনবি’র।
নিহত জাহাঙ্গীর আলম (৩৫) সাভার পৌর এলাকার আবুল কাশেম সাধুর ছেলে এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। নিহতের দুই শিশু সন্তান রয়েছে।
জানা গেছে, সোমবার সকালে জাহাঙ্গীর আলম তার এক বন্ধুর সাথে মোটরসাইকেলে করে চারাবাগ এলাকায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে কলমা বাসস্ট্যান্ডের কাছে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা দু’জনই সড়কে ছিটকে পড়েন।
পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। তার সাথে থাকা অপরজনের অবস্থাও গুরুতর।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।